
ডেস্ক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন। নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে এক বার্তায় খালেদা জিয়া এই শুভেচ্ছা জানান।

টুইট বার্তায় তিনি বলেন, সবাইকে আমার অন্তর থেকে ঈদ মোবারাক। আসুন আমরা মোনাজাত করি সঠিক ও ন্যায়ের পথ যেন আমাদেরকে শান্তি, প্রগতি ও মুক্তির মনজিলে পৌঁছে দেয়।
গত ১৫ জুলাই হাঁটু ও পায়ের চিকিৎসার জন্য লন্ডন গেছেন খালেদা জিয়া। সেখানে তিনি বড় ছেলে তারেক রহমানের বাসায় অবস্থান করছেন।