
টাঙ্গাইলে একটি যাত্রীবাহী মাইক্রোবাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে আটজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে সদর উপজেলার ক্ষুদিরামপুর নামক স্থানের এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।
নিহতরা হচ্ছেন, কালিয়াকৈরের শুভ (৪৮), সম্পা (৮), সোহেল রানা (৩৫), মেহেদী (২৫), মমতাজ বেগম মায়া (৫৫), বুলু (৩৫), হাজেরা বেগম (৫২) ও রেজবি (১৪)।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট জাহাঙ্গীর হোসেন জানান, বগুড়া থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাস বিকেল সাড়ে তিনটার দিকে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা উত্তরবঙ্গগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শিশুসহ মাইক্রোবাসের পাঁচ যাত্রী ও হাসপাতালে নেয়ার পর আরো তিনজন নিহত হন। এ ঘটনায় আরো তিনজন গুরুতর আহত হয়েছেন। তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতরা সবাই দুই পরিবারের সদস্য বলে ধারনা করছে পুলিশ।