
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের কালিতলা বাজার এলাকায় আজ বুধবার বিকাল সাড়ে ৫টায় রংপুর-বগুড়া মহাসড়কে একটি ট্রাকের ধাক্কায় আকবর আলী (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
নিহত আকবর আলী দরবস্ত ইউনিয়নের নারুপাড়া এলাকার মৃত ইউছুব আলীর ছেলে। ট্রাকটি রংপুর থেকে বগুড়ার উদ্দেশ্যে যাচ্ছিল। পথে কালিতলা বাজার এলাকায় পেছন থেকে আকবর আলীকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
পরে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ট্রাকটিকে আটক করে। এ সময় ড্রাইভারকে আটক করা গেলেও হেলপার পালিয়ে যায়।