
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ভাগকাজী দক্ষিনপাড়ায় মঙ্গলবার বিকেলে পল্লী বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করা হয়েছে।
কোচাশহর সাবেক ইউপি চেয়ারম্যান আবু সুফিয়ান মন্ডলের সভাপতিত্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদ্যুতের সুইচ টিপে পল্লী বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক ও দরবস্ত ইউপি চেয়ারম্যান আরম শরিফুল ইসলাম জর্জ, কামারদহ ইউপি চেয়ারম্যান সৈয়দ শরিফুল ইসলাম রতন, পল্লী বিদ্যুতের ডিজিএম সাইফুল হক।
আরও বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক হামিদুল ইসলাম, যুগ্ম আহবায়ক তৌকির হাসান রচি, প্রজন্মলীগ যুগ্ম আহবায়ক ডা. আব্দুল মমিন শেখ রুবেল ও ছাত্রলীগ যুগ্ম আহবায়ক রাজু প্রমুখ।