
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত ও নদী ভাঙ্গন পরিবারের মাঝে ঢেউটিন ও গৃহনির্মাণের টাকার চেক বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার শীলাব্রত কর্মকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ঢেউটিন ও চেক বিতরণ করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদ এমপি।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাপমারা ইউপি চেয়ারম্যান প্রভাষক শাকিল আকন্দ বুলবুল ও ফুলবাড়ী ইউপি চেয়ারম্যান মান্নান মোল্লা প্রমুখ।
উপজেলা বিভিন্ন এলাকার বন্যা দুর্গত ও নদী ভাঙ্গন এলাকার মানুষদের মাঝে ২’শ ৭ বান্ডিল ঢেউটিন ও গৃহনির্মাণের জন্য প্রতি পরিবারের জন্য ৩ হাজার টাকার চেক বিতরণ করা হয়।