
মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন বাস্তবায়নে বজ্রপাত ও প্রাকৃতিক দুর্যোগের কবল থেকে মানুষকে রক্ষা করতে উপজেলার মহাসড়ক, বাঁধ ও গ্রামীণ রাস্তার ধারে এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ স্কুল-কলেজের উন্মক্ত স্থানে তালের চারা ও বীজ রোপন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। এই কর্মসূচীর অংশ হিসেবে আজ বুধবার সকালে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় একযোগে ৩২ হাজার তালের বীজ রোপন কর্মসূচীর উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদ এমপি।
উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের চারাবটগাছ এলাকায় তালের চারা রোপন কর্মসূচীতে অন্যান্যদের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শীলাব্রত কর্মকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, কাটাবাড়ী ইউপি চেয়ারম্যান রেজাউল করিম রফিক, ইঞ্জিনিয়ার মতিউর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুর রাজ্জাক মন্ডল, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম পান্না, প্রধান শিক্ষক আলহাজ্ব আয়্বু হোসেন, প্রধান শিক্ষক আব্দুস সামাদ, সুপার সাইদুর রহমান, সহ-সুপার আতিকুর রহমান আতিক ও আলহাজ্ব আব্দুল হামিদ মাষ্টার উপস্থিত ছিলেন।