গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ ইক্ষু খামারের আখ কর্তন কাজে নিযুক্ত ঠিকাদার চরণ মুরমুকে হত্যার উদ্দেশ্যে মারপিটের অভিযোগে থানায় মামলা দায়ের ।
অভিযোগ সূত্রে জানা যায় ,চলতি আখ রোপন মৌসুমে রংপুর সুগার মিলস্ লিঃ এর আওতায় সাহেব গঞ্জ ইক্ষু খামারে আখ কর্তন ও বোঝাই কাজের নিযুক্ত ঠিকাদার মাদারপুর (আদিবাসী পাড়া)মৃত্যু হারমা মুরমুর পুত্র শ্রী চরণ মুরমু (৫৫) আখ কর্তন কাজে আদিবাসী ও মুসলমান শ্রমিকদেরকে নিয়ে কাজ করার অভিযোগে ভুমিদস্যু রেজাউল করিম (৬০),শাজাহান(৫৮),বার্নাবাস টুডু (৪৬),আঃ রউফ(৩৪)সহ ৩০/৩৫ জনের সংঘবদ্ধ দল দেশীয় তৈয়ারী অস্ত্র ও তীরধনুক হাতে নিয়ে গত১২-০৯-১৭ ইং তারিখে সকাল ৯ টায় অর্তকিত ভাবে শ্রী চরণ মুরমু বাড়ীতে হামলা চালানোর চেষ্টা করে। এ সময় চরণ মুরমু বাধা দিতে এগিয়ে গেলে তারা তাকে হত্যা উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথরি আঘাতে চরন গুরুতর আহত হয় । তার চিৎকারে আশে পাশে লোকজন এসে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করে।
এব্যাপরে শ্রী চরণ বাদী হয়ে উপর উল্লেখিত ব্যক্তিদের আসামী করে গোবিন্দগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছে ।