
‘শিক্ষার আর্থিক দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে’ এই শ্লোগানকে প্রতিপাদ্য করে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে রবিবার স্থানীয় পৌর পার্কে মহান শিক্ষা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রফ্রন্ট নেতা লাকী আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বাসদজেলা সমন্বয়ক গোলাম রব্বানী, জেলা ফোরাম সদস্য অ্যাড. মোস্তফা মনিরুজ্জামান, ছাত্রফ্রন্ট নেতা বাবলী আকতার, শেফা আকতার প্রমুখ।
বক্তারা বলেন, ১৯৬২ সালে তৎকালিন আইয়ুব সরকারের শরীফ কমিশন শিক্ষাকে পণ্যে পরিণত করার জন্য সুপারিশ করে। যার মূল কথা ছিল ‘টাকা যার শিক্ষা তার’। সরকার শিক্ষার জন্য কোন ব্যয় করতে পারবে না। আইয়ুব সরকারের এ হেন ঘৃণ্য নীতির বিরুদ্ধে ফুসে উঠেছিল তৎকালিন ছাত্র জনতা। ১৯৬২ সালের ১৭ সেপ্টেম্বর ছাত্র মিছিলে পুলিশ গুলি চালায়। গুলিতে প্রাণ হারায় মোস্তফা, বাবুল, ওয়াজিন্নাহসহ আরও অনেকে। আহত হয় শতাধিক।
বক্তারা আরও বলেন, মহান স্বাধীনতার পর ড: কুদরত-ই-ক্ষুদা কমিশন, মজিদ কমিশনসহ ১৩ কমিশন গঠিত হয়েছে সব কমিশনের মূল সুর একই। তা হলো‘ টাকা যার, শিক্ষা তার’। সব সরকার শিক্ষাকে পণ্যে পরিণত করেছে। তাই সময় এসেছে মহান শিক্ষা দিবসের চেতনাকে ধারণ করে শিক্ষার বেসরকারি করণ, বাণিজ্যিকরণ, সা¤প্রদায়িকীকরণের বিরুদ্ধে রুখে দাঁড়াবার। শ্লোগান তুলতে হবে, শিক্ষার আর্থিক দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে। বক্তারা শিক্ষা, সংস্কৃতি ও মনুষ্যত্ব রক্ষার জন্য জাতীয় সম্পদ রক্ষার জন্য সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে দুর্বার ছাত্র আন্দোলন গড়ে তোলার জন্য ছাত্র সমাজের প্রতি আহবান জানান।