
সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদ জিয়ার ১০ম কারামুক্তি দিবস উপলক্ষে গাইবান্ধা জেলা বিএনপির উদ্যোগে নিজস্ব কার্যালয়ে আজ সোমবার বিকেলে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সমাবেশের সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক এমপি সাইফুল আলম সাজা, জেলা বিএপির সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু, অ্যাড. মঞ্জুর মোর্শেদ বাবু, শহর বিএনপির সভাপতি শহীদুজ্জামান শহীদ, মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সরকার, আব্দুল মোন্নাফ আলমগীর, কামরুল হাসান সেলিমভ।
আরও বক্তব্য রাখেন, মোর্শেদ হাবীব সোহেল, ইলিয়াস হোসেন, কাজী আমিরুল ইসলাম ফকু, খন্দকার মাহামুদুন নবী রিটু, মোস্তাক আহমেদ মোস্তাক, আব্দুর রাজ্জাক ভুটটু, খন্দকার জাকারিয়া আলম জিম, মাহামুদুল ইসলাম প্রামানিক, সাদেকুল ইসলাম নান্নু, আব্দুল হাই, ঝর্না মান্নান, দিলরুবা পারভীন ঝর্না, এসএম হুনান হক্কানী, মাসুদ রানা, লাইলী বেগম, খন্দকার আল আমিন, শফিকুর রহমান খোকা, সাজ্জাদ হোসেন সাজ্জাদ, এসএম কামাল হোসেন প্রমুখ।
সভা শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা মো. জয়নাল আবেদীন।