
বিনোদন ডেস্ক: বলিউডে একটা সময় বেশ জনপ্রিয় ছিলেন বিবেক ওবেরয়। একাধিক হিট ছবিও উপহার দিয়েছিলেন। কিন্তু ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার পরই যেন তার সব থেমে যায়। ক্যারিয়ারে ধস নামে। এরপর থেকে পুরো বলিউড যেন তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন।
ঐশ্বরিয়ার সঙ্গে প্রেমের সুবাদে বিবেকের সঙ্গে দ্বন্দ্ব জড়ান সালমান খান। কারণ সালমান খানের সঙ্গে ব্রেকআপ করেই বিবেকের সঙ্গে প্রেম শুরু করেন ঐশ্বরিয়া। এরপর থেকেই নাকি সালমান বিবেককে ফোনে হুমকি দিতে থাকেন। এসব নিয়ে সংবাদ সম্মেলনও করেছিলেন বিবেক।
ওই ঘটনার কিছুদিনের মধ্যেই বিবেক ওবেরয়ের সঙ্গে ব্রেক আপ হয়ে যায় ঐশ্বরিয়ার। এবং, তার কিছুদিনের মধ্যেই অভিষেক বচ্চনের সঙ্গে গাঁটছড়া বাঁধেন সাবেক সুন্দরি। আর এরপর থেকে কেরিয়ার হোক কিংবা লাভ লাইফ, কোনও কিছুই তেমনভাবে এগোয়নি বিবেকের।
সম্প্রতি একটি সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে বলিউডের বিবেক অভিযোগ করেন, সালমান খানের সঙ্গে ঝামেলার পর থেকেই তার বিরুদ্ধে যেন অলিখিত ফতোয়া জারি হয় বলিউডের একাংশে। এরপর থেকে তার সঙ্গে কাজ করার জন্য কেউই রাজি হচ্ছিলেন না বলেও অভিযোগ করেন বিবেক ওবেরয়। ‘শুট আউট এট লোখন্ডওয়ালা’ বিগ হিট হলেও, তারপর থেকে বিবেক ওবেরয়ের কোনও সিনেমায় হিট করেনি বলে অভিযোগ করেন তিনি। শুধু তাই নয়, ওই সময় থেকেই বলিউডে তাকে নাকি ‘ব্ল্যাকলিস্টেড’ করে দেওয়া হয় বলেও দাবি করেন বিবেক।
সূত্র: জিনিউজ