
দেশের সর্ববৃহৎ ঈদগাহ ময়দান কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে।
এটি ১৯০তম ঈদের জামাত।
শনিবার লাখো মুসল্লির অংশগ্রহণে সকাল ৯টায় এখানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা মুফতি হিফজুর রহমান খান।
সকাল থেকেই এ ঈদ জামাতে নামাজ আদায়ের জন্য কিশোরগঞ্জ ও দেশ-বিদেশের বিভিন্ন এলাকা থেকে মুসল্লির ঢল নামে শোলাকিয়া ময়দানে।
ঈদের নামাজ শেষে দেশ ও জাতিকে শান্তি কামনায় মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়। একই সঙ্গে মুসলিম উম্মাহর শান্তি-কল্যাণ ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করা হয়।
এবার ঈদগাহ ময়দানে মুসল্লিদের প্রবেশের জন্য মোট ২১টি ফটকের মধ্যে ছয়টি প্রবেশপথ উন্মুক্ত রাখা হয়। এসব প্রবেশপথে স্থাপিত আর্চওয়ে দিয়ে মুসল্লিরা শৃঙ্খলাবদ্ধভাবে ঢোকেন।
প্রসঙ্গত, স্থানীয়দের মতে ১৮২৮ সালে এই মাঠে ঈদের জামাতে সোয়া লাখ মুসল্লি এক সঙ্গে নামাজ আদায় করেছিলেন। সেই থেকে এর নামকরণ করা হয় শোলাকিয়া। রেওয়াজ অনুযায়ী, জামাত শুরুর আগে মুসল্লিদের সংকেত দিতে শর্টগানের ছয়টি ফাঁকা গুলি ছোড়া হয়। তিনটি জামাত শুরুর পাঁচ মিনিট আগে, দু’টি তিন মিনিট আগে এবং শেষটি জামাত শুরুর এক মিনিট আগে ছোড়া হয়।