যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে আরো ৩,৯০০ সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। তবে এসব সেনা মোতায়েনের ফলে আফগান পরিস্থিতির কী পরিবর্তন ঘটবে তা নিয়ে এরইমধ্যে প্রশ্ন উঠেছে।
একজন মার্কিন কর্মকর্তা জানান, প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস ইতোমধ্যে সেনা পাঠানোর বিষয়ে নির্দেশ দিয়েছেন এবং তিনি নিজে ঘোষণা না দেয়া পর্যন্ত বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হবে না। বলা হচ্ছে- পেন্টাগন প্রধান ৩,৯০০ সেনা পাঠাতে চাইছেন।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হওয়ার পর থেকে জেনারেল ম্যাটিস আফগানিস্তানে আরো সেনা পাঠানোর পরিকল্পনা করে আসছিলেন। এজন্য তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন আফগান নীতি ঘোষণার অপেক্ষায় ছিলেন।
বর্তমানে আফগানিস্তানে প্রায় ১১,০০০ মার্কিন সেনা রয়েছে। দেশটিতে ৮,৪০০ মার্কিন সেনা মোতায়েন থাকার ঘোষণা গত বছর দেয়া হলেও প্রকৃতপক্ষে দেশটিতে দুই হাজার ছয়শ’ বাড়তি সেনা রয়েছে। সম্প্রতি এ তথ্য স্বীকার করেছে ওয়াশিংটন।
গত ২১ আগস্ট ট্রাম্প আফগান নীতি ঘোষণা করেন এবং তারপরই পেন্টাগন সেনা পাঠানোর সিদ্ধান্ত নিল।
ইরাক ও আফগান যুদ্ধে ব্যাপক হত্যাকাণ্ডের জন্য কুখ্যাতি অর্জন করেছিলেন জেনারেল জেমস ম্যাটিস। সেজন্য তিনি যুক্তরাষ্ট্রে ‘পাগলা কুকুর’ বলে খ্যাত।
ম্যাটিসকে প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দেয়ার আগে ট্রাম্প অনেকটা গর্ব করে বলেছিলেন, ‘আমি পাগলা কুকুর জেমস ম্যাটিসকে প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দেব।’