
এক ওভারে ৬ বলেই ৬ উইকেট শিকারের অবিশ্বাস্য এক কীর্তি গড়লেন ইংল্যান্ডের ১৩ বছর বয়সী বালক লুক রবিনসন। তাও সবগুলো উইকেটই বোল্ড।
চলমান সপ্তাহে ইংল্যান্ডের উত্তর-পূর্ব হটন-লে-স্প্রিং এবং টাইন ও ওয়ারের কাছাকাছি অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৩ দলের ফিলাডেলফিয়া ক্রিকেট ক্লাবের ক্রিকেট টুর্নামেন্টে এমন অবিশ্বাস্য পারফরমেন্স করে দলকে জয়ের স্বাদ দিয়েছেন রবিনসন।
রবিনসনের এমন কীর্তি গড়ার দিন পরোক্ষভাবে স্বাক্ষী হয়েছিলেন বাবা স্টিফেন, মা হেলেন, ছোট ভাই ম্যাথু এবং দাদা গ্লেন। রবিনসনের রেকর্ডের ম্যাচে অন-ফিল্ড আম্পায়ার ছিলেন বাবা স্টিফেন, মা হেলেন ছিলেন স্কোরার, ছোট ভাই ম্যাথু ছিলেন ফিল্ডার ও দাদা গ্লেন বাউন্ডারি লাইনে বসে খেলা দেখছিলেন। পরিবারের সদস্যের এমন অবিশ্বাস্য কীর্তিতে স্বাভাবিকভাবেই খুশী তারা।
সিনিয়র দলের হয়ে খেলা ৪৫ বছর বয়সী স্টিফেন বলেন, ‘এটি অবিশ্বাস্য। আমি ৩০ বছর ধরে খেলছি এবং হ্যাট্টিক হতেও দেখেছি কিন্তু এমনটি হতে দেখিনি। সময় স্থির হয়ে গেলো এবং আমি ভাবলাম, এটা সত্যিই কি ঘটলো?’
ক্রিকেট ইতিহাসে ছয় বলে ব্যাটসম্যানদের ছয় ছক্কা হাঁকানোর রেকর্ড আছে বেশক’টি। কিন্তু টানা ছয় বলে উইকেট নেয়ার কীর্তি ক্রিকেটে হয়নি কখনো। অবশেষে ১৩ বছর বয়সী এক ক্ষুদে বালক নতুন বিশ্ব রেকর্ডেরই জন্ম দিলেন।সূত্র- বাসস