গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা থেকে প্রকাশিত দৈনিক গাইবান্ধার মুখ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মো. রাহুল ইসলামকে প্রাণ নাশের হুমকি দিয়েছে এক মাদক ব্যবসায়ী।
জানা গেছে, গত ১৪ এপ্রিল গাইবান্ধা থেকে প্রকাশিত দৈনিক পত্রিকায় ‘ঘাগোয়ায় আলমের জমজমাট মাদক ব্যবসা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হলে গাইবান্ধা সদর থানা পুলিশ ১ ডজন মাদক মামলার আসামী আলম মিয়াকে গ্রেফতার করে। এরই সূত্রধরে আসামী আলম মিয়া জামিনে বের হয়ে সদর উপজেলার তালতলা নামক স্থানে গত ১৫ আগস্ট বন্যার সংবাদ সংগ্রহ করতে গেলে উক্ত মাদক ব্যবসায়ী সাংবাদিক রাহুল ইসলামকে হত্যার উদ্দেশ্যে লোহার রড দিয়ে আঘাত করতে গেলে এলাকার লোকজন তাকে রক্ষা করে। এছাড়াও গতকাল ১৮ আগস্ট বাড়ি হতে পত্রিকা অফিস যাওয়ার পথে দক্ষিণ ঘাগোয়া মাদ্রাসা পাড়া নামকস্থানে মাদক ব্যবসায়ী সাংবাদিককে অকথ্য ভাষায় গালি-গালাজসহ প্রাণ নাশের হুমকি দেয়। এব্যাপারে সাংবাদিক রাহুল ইসলাম গাইবান্ধা সদর থানায় একটি সাধারণ ডায়রী দায়ের করেন যার নং-৮৬৮।