গাইবান্ধা প্রতিনিধিঃ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে সোমবার সন্ধ্যায় সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে নিজস্ব কার্যালয়ে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. রেজাউল করিম রেজার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুর জামান রিংকু, যুগ্ম সাধারণ সম্পাদক তাপস সরকার, উপদেষ্টা ইয়াদ আলী মাস্টার, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক নাজমুল আরেফিন তারেক, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক আ.ন.ম. রফিকুল ইসলাম প্রমুখ। সভায় আগামী ১৪ আগস্ট শোক দিবসের জন্য উপজেলা কমিটির আলোচনা, প্রত্যেক ইউনিয়ন কমিটিকে বর্ধিত সভা করে কর্মসূচী নেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।