
একের পর এক হজ ফ্লাইট বাতিল হওয়ার পেছনে হজ এজেন্সিগুলোর অব্যবস্থাপনা ও অবহেলা দায়ী বলে অভিযোগ করেছেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।
বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত এক কর্মশালায় এ অভিযোগ করেন তিনি।
ধর্মমন্ত্রী বলেন, ‘আমাদের কোনো ত্রুটি নেই। হজ এজেন্সিগুলোর গাফিলতির কারণেই ফ্লাইট বাতিল হচ্ছে। তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’
ভিসা জটিলতায় যাত্রী সংকটে বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি এয়ারলাইন্সের মোট ২৫টি হজ ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে ২১টি বাংলাদেশ এয়ারলাইন্সের আর বাকি ৪টি সৌদি এয়ারলাইন্সের।