সুন্দরগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় হিরোইনসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিত্বে শুক্রবার সন্ধ্যায় পৌরসভার বাইপাস মোড় হতে ৪ গ্রাম হিরোইনসহ আব্দুর রহমানকে গ্রেফতার করে থানা পুলিশ। সে দীর্ঘদিন থেকে হিরোইনের ব্যাবসা ও সেবন করে আসছিল। আব্দুর রহমান পৌরসভার ৯ নং ওয়ার্ড়ের হোসেন আলীর ছেলে। থানার ওসি আতিয়ার রহমান জানান তার বিরোদ্ধে একাধিক মাদকের মামলা রয়েছে। জেল থেকে ছাড়া পেয়ে এসে সে আবার মাদক সেবন শুরু করেছে। এ নিয়ে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।