সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্দার সুন্দরগঞ্জ উপজেলার শহিদুল হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিত্বে পুশিল আভিযান চালিয়ে চন্ডিপুর গ্রামের বুদু শেখের ছেলে শহিদুল হত্যা মামলার আসামি জালাল উদ্দিনকে গ্রেফতার করে।
গত ১৮ জুলাই চন্ডিপুর গ্রামের শহিদুল ইসলামের সাথে বাবলু মিয়া জমি-জমা নিয়ে বিরোধের সংঘষে আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে শহিদুল মারা যায়। এ ঘটনায় নিহত শহিদুল ইসলামের ভাতিজা রাজ্জাক বাদী হয়ে ৩৩ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।