সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বিশ্ব মানবতাবাদী দিবস পালিত হয়েছে। আজ শনিবার অক্সফাম এবং এসকেএস’র সহযোগিতায় গণ উন্নয়ন কেন্দ্রের আয়োজনে এ উপলক্ষ্যে উপজেলার বটতলা চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন-ইউএনও এসএম গোলাম কিবরিয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাক্তার সাহাবুদ্দিন, সুন্দরগঞ্জ মহিলা কলেজের উপাধ্যক্ষ নাসরিন সুলতানা, পুটিমারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান মিঞা, সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা খায়রুল ইসলাম, গণ উন্নয়ন কেন্দ্রের এরিয়া কো-অর্ডিনেটর মঞ্জুরুল ইসলাম প্রমুখ। এর আগে প্রধান অতিথির নেতৃত্বে একটি র্যালি পৌর শহর প্রদক্ষিণ করে।