সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন করায় চার জনের এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্র্যামমান আদালতের নির্বাহী ম্যাজিট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার এসএম গোলাম কিবরিয়া।
শনিবার সন্ধ্যায় নির্বাহী অফিসারের কার্যালয়ে এই রায় প্রদান করা হয়। এর আগে বিকালে গোপন সংবাদের ভিত্তিত্বে নির্বাহী ম্যাজিট্রেট পুলিশকে সাথে নিয়ে উপজেলার মধ্য বেলকা গ্রামে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করার কারণে ওই গ্রামের মফিজ উদ্দিনের ছেলে সাজাহান মিয়া, আবু বক্কর মিয়ার ছেলে গোলাম হোসেন, মুনছুর আলীর ছেলে আব্দুল করিম এবং সাহাজান মিয়ার ছেলে মিস্টার হোসেনকে আটক করে। পরে ভ্র্যামমান আদালতে মিস্টারের একক ভাবে ৫০ হাজার এবং অপর তিন জনের ৫০ হাজার মোট এক লাখ টাকা জরিমানা করা হয়।