সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ইউনিয়নে ত্রাণ বিতরণ নিয়ে সংর্ঘষে এক আওয়ামীলীগ নেতা আহত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার বাংলাবাজারে ত্রান বিতরণ করার সময় ত্রাণের চাল কম দেয়াকে কেন্দ্র করে বানভাসিদের সাথে সংর্ঘষে বাধে। এতে হরিপুর ইউনিয়ন ৮ নং ওয়াড় সভাপতি আজিজল হকের মাথা ফেটে যায় ্এবং গুরত্বর আহত হয়।
স্থানিয়দের নিকট থেকে জানা গেছে,শোক দিবসের কারণে ট্যাক অফিসার এটিও আব্দুল লতিফ ছাড়াই ইউপি চেয়ারম্যান নাফিউল ইসলাম বাংলা বাজারে বানভাসিদের মাঝে ত্রাণ বিতরন শুরু করেণ। দশ কেজি করে চাল দেয়ার কথা থাকলেও চাল বিতরণ করছিল ছয় হতে সাত কেজি করে। এনিয়ে চেয়ারম্যানের লোকজনের সাথে বানভাসিদের সংর্ঘষ বাধে। এতে আওয়ামীলীগ নেতা আহত হয়।
হরিপুর ইউপি চেয়ারম্যান নাফিউল ইসলাম জানান ,তুচ্ছ ঘটনা নিয়ে বানভাসিদের সাথে দলীয় লোকজনের কথা-কাটির এক পর্যায় সংর্ঘষ বাধে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
ট্যাক াফিসার এটিও আব্দুল লতিফ জানান শোক দিবসের কারনে আমি মাল বিতরণ করতে যায়নি। চেয়ারম্যান আমাকে বলে মাল বিতরণ শুরু করেছে। যে ঘটনাটি শুনেছি তা দু:খ জনক।
ইউ.এন.ও এসএম গোলাম কিবরিয়া জানান,শোক দিবসের কারনে এমপি স্যারের সাথে উপজেলায় আলোচনা সভা করছিলাম । ত্রাণ বিতরণ নিয়ে জটিলতার বিষয়টি জানার পর আমি নৌকা নিজে যোগে সেখানে যাচ্ছি। যদি ত্রাণ বিতরণে কোন অনিয়ম হয়ে থাকে তাহলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।