সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তিস্তার নদী বেষ্টিত হরিপুর ইউনিয়নে বানভাসিদের ত্রাণের চাল পাঁচার কালে সংঘর্ষে এক আওয়ামীলীগ নেতা আহত হয়েছে। গত মঙ্গলবার দুপুরে উপজেলার বাংলাবাজারে ত্রাণ বিতরণ করার সময় ত্রাণের চাল পাঁচার কালে নয় বস্তা চাল আটক করাকে কেন্দ্র করে সংঘর্ষে হরিপুর ইউনিয়ন আ’লীগের ৮নং ওয়ার্ড সভাপতি- আজিজল হক আহত হয়।
জিডি ও স্থানিয়দের নিকট থেকে জানা গেছে, শোক দিবসের কারণে ট্যাক অফিসার এটিও আব্দুল লতিফ ও ইউপি চেয়ারম্যান নাফিউল ইসলাম ছাড়াই বাংলাবাজারে বানভাসিদের মাঝে ত্রাণ বিতরণ শুরু করেন চেয়ারম্যানের লোকজন। এসময় স্বেচ্ছাচারিভাবে চেয়ারম্যানের লোকজন নামে মাত্র স্লিপ দেখিয়ে ৯ বস্তা চাল পাঁচার করে নৌকা যোগে নদী পথে চিলমারি বন্দরে যাওয়ার প্রাককালে স্থানীয় জনতা হাতে নাতে আটক করে। পরে স্থানীয় আ’লীগ সভাপতি আজিজুল হক ও সাধারণ সম্পাদক- মাহাদ আলী ঘঁনাস্থলে পৌছিলে চেয়ারম্যানের লোকজনের সাথে বাক্বিতন্ডার এক পর্যায়ে সংঘর্ষে রুপ নেয় এতে আ’লীগ নেতা আহত হয়। পরে তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়। ত্রাণের চাল পাঁচার ও সংঘর্ষের নেতৃত্ব দেন চেয়াম্যানের ভাতিজা আনারুল, আবুল হোসেন, আজিত, সাদ্দাম, সাদেকুল। স্থানীয় ওই আ’লীগ নেতাদ্বয় বলেন- ১০ বস্তা চাল নদীতে ফেলে দেয়া হয়েছে। লোকজনের কারণে বাকি ৯ বস্তা চাল পানিতে ফেলে দিতে পারেনি। এব্যাপারে হরিপুর ইউপি চেয়ারম্যান নাফিউল ইসলাম জানান- আমি ১৫ আগষ্টের প্রোগ্রামে থাকায় একটু গোলমাল হয়ে গেছে। স্থানীয়দের অনেকের প্রশ্ন চেয়ারম্যান ও ট্যাক অফিসারের অনুপস্থিতিতে ত্রাণ বিতরণের অনুমতি দিল কে?
ইউএনও এস.এম গোলাম কিবরিয়া সঙ্গে সরেজমিনে কথা হলে তিনি জানান- আটককৃত চালের ও ত্রাণের বিতরণের চালের মিল রয়েছে কি না তা পরীক্ষা করার জন্য ৯ বস্তা চাল জব্দ করা হয়। বর্তমানে ত্রাণের ৯ বস্তা চাল থানা পুলিশের হেফাজতে রয়েছে। এব্যাপারে সুন্দরগঞ্জ থানায় গত ১৫ আগষ্ট/১৭ইং তারিখে একটি জিডি দায়ের হয়। যার নং-৫২১/১৭। তদন্তের জন্য দায়িত্বভার কঞ্চিবাড়ি সার্ব ইন্সেপেক্টরকে দায়িত্ব দেওয়া হয়েছে। জিডিটি দায়ের করেন সুন্দরগঞ্জ উপজেলার সহকারি শিক্ষা অফিসার আব্দুল লতিফ মিয়া।