সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধা জেলার উপর দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র, ঘাঘট, তিস্তা ও করতোয়া নদীর পানি গত কয়েকদিন ধরে কমতে থাকলেও মানুষের দুর্ভোগের অবসান হয়নি। নদ-নদীর পানি কমলেও তা বিপদসীমার কাছাকাছি থাকায় মানুষ এখনও নিজ বাড়ি ঘরে ফিরতে পারেনি। রাস্তাঘাটেরও কোন উন্নতি হয়নি। ডাকাত আতংকের মধ্যে দিনাতিপাত করার সময় গত রোববার দিনগত গভীর রাতে সুন্দরগঞ্জ উপজেলার কাজিয়ারচরে ডাকাত দল হামলা চালিয়ে ২৫-৩০টি গরু নিয়ে যায়। বাধা দিতে গেলে ডাকাতদলের গুলিতে ৪ জন গুলিবিদ্ধসহ সাত জন আহত হয়েছেন। পরবর্তীতে সারাদিন অভিযান চালিয়ে বিকেলের দিকে ২১টি গরু উদ্ধার ও ১ জনকে আটক করেছে পুলিশ।
সুন্দরগঞ্জ উপজেলার কাপাশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল উদ্দিন জানান, গত রোববার দিনগত গভীর রাতে দুই নৌকা নিয়ে ২০-২৫ জন ডাকাত কাজিয়ারচরে হামলা করে। এরপর গুলিবর্ষণ করে তারা ২৫-৩০টি গরু নিয়ে যায়। এসময় ডাকাত দলের গুলিতে চারজন গুলিবিদ্ধসহ সাত জন আহত হন। এদের মধ্যে আজাহার আলী (৪৫) বিশা মন্ডল (২১) ও রহমত আলীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সুন্দরগঞ্জ থানার ওসি মো. আতিয়ার রহমান জানান, লুট হওয়ার পর গরুগুলো উদ্ধার ও ডাকাতদের গ্রেফতারে পুলিশি অভিযান চালানো হয়। পরে জামালপুর জেলার বাহাদুরাবাদ এলাকা থেকে ২১টি গরু উদ্ধার এবং এ ঘটনায় জড়িত সন্দেহে সাইদুর রহমান (৪০) নামে একজনকে আটক করা হয়েছে।