সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪২তম শাহাদৎ বার্ষিকী ও শোক দিবস পালিত হয়েছে। আজ মঙ্গলবার দিবসটি পালন উপলক্ষ্যে রাজনৈতিক দল, স্বেচ্ছাসেবী সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পৃথক পৃথক কর্মসূচির মধ্য দিয়ে দিসবটি পালন করেন। এদিকে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত শোক দিবসের এক আলোচনা সভা অডিটরিয়াম হলে ইউএনও এসএম গোলাম কিবরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, এমপি গোলাম মোস্তফা আহম্মেদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সবেক সভাপতি টিআইএম মকবুল হোসেন প্রামানিক, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুল, সাংগঠনিক সম্পাদক সাজেদুল ইসলাম, জেলা মহিলা আ’লীগের যুগ্ম আহবায়ক সৈয়দা খুরশিদ জাহান স্মৃতি, উপজেলা কৃষকলীগের সভাপতি আতাউর রহমান মাস্টার, যুবলীগের সাধারণ সম্পাদক রেজাউল আলম রেজা, আফরুজা বারী, ছাত্রলীগের সভাপতি ফরহাদ হোসেন মন্ডল, পৌর ছাত্রলীগের সভাপতি মাইদুল ইসলাম প্রমুখ। আলোচনা পূর্বে একটি শোক র্যালী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে চিত্রাংকন প্রতিযোগি বিজয়ীদের মাঝে প্রধান অতিথি পুরস্কার বিতরন করেন। বিভিন্ন মসজিদ মন্দিরে বিশেষ দোয়া ও প্রার্থনা করা হয়।