সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ জাতীয় ভিটামিন এ প্ল¬াস ক্যাম্পেইন গাইবান্ধার সুন্দরগঞ্জে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। শনিবার সকালে উপজেলার চন্ডিপুর ইউনিয়ন উপ-স্বাস্থ্য কমপ্লেক্সে সুন্দরগঞ্জ আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা আহম্মেদ একটি শিশুর মুখে ভিটামিন এ ক্যাপসুল তুলে দিয়ে এ কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় অন্যান্যদের মধ্যে গাইবান্ধা জেলা সিভিল সার্জন ডাঃ আমীর আলী, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ভারপ্রাপ্ত ডাঃ বিশ্বেস্বর চন্দ্র বর্মন, জেলা নিউট্রিনশ অফিসারসহ জেলা ইপিআই সুপারভাইসহ জেলা ও উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় প্রধান অতিথি গোলাম মোস্তফা আহম্মেদ এমপি বলেন, ভিটামিন একটি শিশুকে শুধু রাতকানা রোগ হতে মুক্তি দেয় না। বরং আজকের প্রজন্মকে আগামী দিনের ডাক্তার, ইঞ্জিনিয়ার, এমপি-মন্ত্রীদেরকে সুস্থ সবল রাখতে বিরাট ভূমিকা রাখছে। এজন্য অবশ্যই আপনারা সকলেই শিশুকে ভিটামিন খাওয়াবেন এবং শিশুর মা’দের উৎসাহিত করবেন।
অপরদিকে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় ভিটামিন এ প্ল¬াস ক্যাম্পেইন উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব ডাঃ এনামুল হক, উপজেলা পরিষদ চেয়ারম্যান মাজেদুর রহমান উপজেলা নির্বাহী অফিসার এসএম গোলাম, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ভারপ্রাপ্ত ডাঃ বিশ্বেস্বর চন্দ্র বর্মন ও মেডিকেল অফিসার ডাঃ মাহমুদুল হাসান মিমোসহ হাসপাতালের কর্মকর্তাকর্মচারীবৃন্ধ।