সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ঘাঘট নদীর পানি ব্যাপক হারে বেড়ে যাওয়ায় স্রোতে ভেঙ্গে গেছে বামনডাঙ্গা-গাইবান্ধা পাকা সড়ক। হুমকির মুখে পড়েছে রেললাইন ও রেলসেতু। প্লাবিত হয়ে পড়েছে বামনডাঙ্গা ও সর্বানন্দ ইউনিয়নের ২০টি গ্রাম। তলিয়ে গেছে রোপা আমন ক্ষেত।
রোববার সকাল বামনডাঙ্গা রেল ষ্টেশন সংলগ্ন স্লূইস গেট মোড়ে প্রায় ৫০ ফিট পাকা সড়ক ভেঙ্গে স্রোতে ভেসে যায়। যার কারণে বামনডাঙ্গা হতে গাইবান্ধার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। খবর পেয়ে স্থানীয় এমপি গোলাম মোস্তফা ও উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে উপস্থিত হয়ে বালুর বস্তা ফেলে সড়কটি রক্ষা করার চেষ্টা করছে। এদিকে সড়কটি ভেঙ্গে যাওয়ায় পানির স্রোতের চাপ এখন রেল লাইন সেতুর উপর পড়ায় রেলসেতু হুমকির মুখে পড়েছে। যে কোন মহুত্বে রেল সড়কটি ধসে যেতে পাড়ে। একারণে রেল প্রকৌশলী রেলসেতু রক্ষায় বালুর বস্তা এবং পাইলিং করছে বাশেঁর খুঁটি দিয়ে। গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহাবুবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
উপজেলা নির্বাহী অফিসার এসএম গোলাম কিবরিয়া জানান, সড়কটি মেরামতের কাজ শুরু হয়ে গেছে। অতি অল্প সময়ের মধ্যে যোগাযোগ ব্যবস্থা চালু করা