সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় রুরাল প্লানিং এন্ড ডেভেলপমেন্টাল অর্গানাইশেন (আরপিডও) এর উদ্যোগে প্রশিক্ষণ প্রাপ্ত নতুন উদ্যোক্তাদের মাঝে বিনামূল্যে সেলাইমেশিন বিতরণ করা হয়েছে।
বুধবার উপজেলার তারাপুরে আরপিডিও এনজিও’র প্রধান কার্যারয়ে বাংলাদেশ এনজিও ফোরাম (বিএনএফ) এর অর্থায়নে আরপিডি’র প্রধান নির্বাহী এমদাদুল হক নাদিমের সভাপতিত্বে এ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইউএনও এসএম গোলাম কিবরিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা গোলাম আযম, গাইবান্ধা জেলা পরিষদ সদস্য জামিউল আনসারি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, তারাপুর ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম লেবু, দহবন্দ ইউপি চেয়ারম্যান গোলাম কবির মুকুল, সুন্দরগঞ্জ পৌর কাউন্সিলর মশিউর রহমান বিপ্লব প্রমুখ। পরে প্রধান অতিথি প্রশিক্ষণ প্রাপ্ত নতুন উদ্যোক্তাদের মাজে বিনামুল্যে ১২টি সেলাই মেশিন বিতরণ করেন।