সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ ২৯ গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের প্রয়াত এমপি মন্জুরুল ইসলাম লিটনের বড়বোন, আওয়ামী লীগ নেতা ও আনন্দ গ্র“পের ব্যবস্থাপনা পরিচালক (ঢাকা) মিসেস আফরুজা বারী ত্রাণ সামগ্রী বিতরণ করেন। নিজস্ব অর্থায়নে মঙ্গলবার উপজেলার তারাপুর, বেলকা ও দহবন্দ ইউনিয়নের সাত জায়গায় বন্যাদুর্গত দুই হাজার পরিবারের মাঝে দিনব্যাপী নৌকাযোগে এ ত্রাণ বিতরণ করেন। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, চিড়া, গুড়, তেল, ডাল ও লবণ। ত্রাণ সামগ্রী বিতরণকাণে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এসএম গোলাম কিবরিয়া, প্রয়াত এমপি লিটনোর ছোটবোন ফাহমিদা বুলবুল কাকলি, সাবেক উপজেলা পরিষদ মহিলা ভাইস-চেয়ারম্যান হাফিজা বেগম কাকলি, বেলকা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ওছমান ও সাধারণ সম্পাদক মজিবর রহমান মজিসহ স্থানীয়রা।