
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) আগামী কাল বৃহস্পতিবার মুখোমুখি হচ্ছেন দুই টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ।
বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ৬টায় মুখোমুখি হবে জ্যামাইকা তালাওয়াহস ও ত্রিনবাগো নাইট রাইডার্স। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব খেলছেন জ্যামাইকা তালাওয়াহসের হয়ে আর তরুণ টাইগার মিরাজ খেলছেন ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে।
চলতি আসরে দলের দুই ম্যাচেই মাঠে নেমেছেন সাকিব। প্রথম ম্যাচে নিজের নামের পাশে সুবিধা করতে পারেননি তিনি। তবে দ্বিতীয় ম্যাচে বার্বাডোজ ট্রাইডেন্টসের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিংয়ে দলকে জয় এনে দিয়েছেন তিনি। সেই ম্যাচে বাহাতি এই ব্যাটসম্যান অপরাজিত থাকেন ৪৪ রানে। ৩২ বলে ৫টি চার ও একটি ছক্কার সাহায্যে এ রান করেন সাকিব।
অপরদিকে এখনো ত্রিনবাগোর হয়ে মাঠে নাম হয়নি মিরাজের। অস্ট্রেলিয়ান স্পিনার ব্র্যাড হগের জায়গায় মিরাজকে দলে ভিড়িয়েছে শাহরুখ খানের দল ত্রিনবাগো নাইট রাইডার্স। তামিম ও সাকিবের পর বাংলাদেশের তৃতীয় খেলোয়াড় হিসেবে সিপিএলে খেলতে গেছেন মিরাজ।