গাইবান্ধা প্রতিনিধিঃ সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের চকনদী গ্রামের শহিদুল ইসলামের পুত্র ৮ম শ্রেণিতে পড়–য়া মেধাবী ছাত্র সোহান মিয়া কিটনাশক পানে আত্মহত্যা করেছে। জানাগেছে, পিতা মাতার উপর অভিমান করে সোহান মিয়া গতকাল শনিবার বিকালে ধাপেরহাট বাজারে এসে মনের দুঃখে,ক্ষোভে দোকান থেকে কৌশলে কিটনাশক ক্রয়করে রাস্তার মাঝে গিয়ে পান করে বাড়ীতে যায়। বাড়ীর লোকজন বিষয়টি টের পেয়ে তাকে তরিৎ গতিতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। চিকিৎসারত অবস্থায় রবিবার সকালে কর্তব্যরত চিকিৎসক সোহানকে মৃত্যু ঘোষনা করেন। আজ বিকালে সোহানের মৃত্যু দেহ তার গ্রামের বাড়ীতে এসে পৌছিলে এলাকায় শুরু হয় শোকের মাতম।