গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নকে বাঁচাতে ধাপেরহাট রংপুর-বগুড়া মহাসড়ক থেকে চকনদী পর্যন্ত রাস্তায় যাতে বন্যা পানি না ঢুকতে পারে সেজন্য এলাকাবাসীর সহায়তায় মাটির বস্তা ফেলে রাস্তাটি মেরামতের ব্যবস্থা করেন। ওই এলাকার বন্যায় ক্ষতিগ্রস্ত ৭টি পরিবার চকনদী প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নিয়েছে শুক্রবার দুপুরে তাদের খোঁজখবর নেন উপজেলা নির্বাহী অফিসার রহিমা খাতুন। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইদুর রহমান মুন্সি, মহিলা ভাইস- চেয়ারম্যান সিন্টু লাকী, ভাইস-চেয়ারম্যান শামছুল হাসান, ইদিলপুর ইউপি চেয়ারম্যান রাব্বি আব্দুল্যা রিয়নসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।