গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্যাপুরে বন্যার পানিতে ডুবে আবু সাঈদ মিয়া (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ওই শিশু রসুলপুর ইউনিয়নের আরাজী তরফকামাল গ্রামের হেলাল মিয়ার ছেলে। বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতের স্বজনেরা জানান, সম্প্রতি বন্যার পানিতে বাড়ির চারিদিকে থৈথৈ অবস্থা। সকালে বাড়ির সবার অজান্তে আবু সাঈদ নিখোঁজ হয়। পরে খোঁজা-খুঁজির এক পর্যায়ে বাড়ির পার্শ্বে ডোবায় ভাসমান অবস্থায় দেখতে পাওয়ায় যায়। দ্রুত তাকে পীরগঞ্জ হাসপাতালে নেয়ার পথে আবু সাঈদ মারা যায়। রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল করিম দুলা এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।