গাইবান্ধা প্রতিনিধি: সাদুল্যাপুর ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক/শিক্ষার্থীদের হিফজ, খতমে কুরআন ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদৎ বার্ষিকী ও শোক দিবস উপলক্ষে এ অনুষ্ঠানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার গাইবান্ধা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে সাদুল্যাপুর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সাদুল্যাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রহিমা খাতুন, ইফা’র উপ-পরিচালক আলমগীর শেখ, সাদুল্যাপুর বালিকা দাখিল মাদ্রাসার শিক্ষক মাওঃ শহিদুল ইসলাম, ইফা কেয়ারটেকার শাহ আলম, সাধারণ কেয়ারটেকার মতিয়ার রহমান ও শিক্ষক সুলতান মাহমুদ প্রমূখ। আলোচনা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।