গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সাঘাটায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪২তম শাহাদৎ বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি পালনের লক্ষে উপজেলা প্রশাসন সংগঠন ব্যাপক কর্মসূচী হাতে নেয়। কর্মসূচীর মধ্যে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, আলোচনা সভা ও কাঙ্গালী ভোজ। সাঘাটা উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন একটি র্যালী সহ উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর মুড়ালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, এবং দলীয় কার্যালয়ের সামনে এক আলোচনা সভায় মিলিত হন। উপজেলা আওয়ামীলী সভাপতি বীর মুক্তিযোদ্ধা ওয়ারেছ আলী প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এ্যাড. এসএম সামশীল আরেফিন টিটু, সহ-সভাপতি আব্দুল ওয়ারেছ প্রধান, মোসলেম উদ্দীন বাবলু, উত্তম কুমার পাল, মাহবুবুর রহমান, যুগ্ম সাঃ সম্পাদক আশরাফুল আলম আজাদ, খায়রুল বাশার রুবেল, সাংগঠনিক সম্পাদক কানাইলাল, খন্দকার মশিউর রহমান, মোকছেদুর হাসান সাজু, যুবলীগ নেতা রুহুল আমিন প্রধান রাসেদ, ছাত্রলীগ সভপতি লিয়ন, সাঃ সম্পাদক লিটন, জাতীয় শ্রমিকলীগ সভাপতি আনোয়ার হোসেন মোল্লা, সাঃ সম্পাদক এসএম মুজাহিদুল ইসলাম বকুল, তাঁতিলীগের আহবায়ক মামুনুর রশিদ চিনু, যুগ্ম আহবায়ক আ স ম কামাল রাব্বী, হুমায়ন রশিদ রঞ্জু প্রমূখ।