গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সাঘাটায় মাদকদ্রব্য সেবন ও জুয়া খেলার অপরাধে গত রোববার ৬ জনকে ভ্রাম্যমান আদালতে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। জানাযায়, সাঘাটা থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বোনারপাড়া ইউনিয়নের শিমুলতাইড় গ্রামের রাজ্জাকের পুত্র মোত্তালেব (৩২) কে বোনারপাড়া ষ্টেশন ইয়ার্ডের পার্শ্বে গাঁজা সেবনকালে আটক করা হয়।
অপরদিকে, উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের পঁচাই ফলিয়া গ্রামে পুলিশ অভিযান চালিয়ে এবাদুল (২৫), ইজাদুল (২৮), শাজাহান (২৫), মুকুল মিয়া (২২) কে জুয়া খেলার সময় হাতেনাতে আটক করা হয়। এছাড়াও খামার ধনারুহা গ্রামে মাদক সেবনকালে তাওহিদুল ইসলাম (১৯) কে আটক করা হয়। আটককৃতদের সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট উজ্জ্বল কুমার ঘোষ এর নিকট হাজির করা হলে তিনি ভ্রাম্যমান আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২৬ ধারা মোতাবেক অভিযুক্ত ২ যুবকের মধ্যে মোত্তালেবকে ১০দিন ও তাওহিদুল ইসলামকে ৩ মাস এবং জুয়া খেলার অপরাধে এবাদুল, এজাদুল, শাজাহান ও মুকুল মিয়াকে ৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।