গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সাঘাটা উপজেলার বিভিন্ন ইউনিয়নে বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন, জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া এমপি। তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নের বন্যা কবলিত পরিবারের মাঝে চাল, ডাল, চিড়া ও চিনিসহ শুকনো খাবার বিতরণ করেন। পরে ডেপুটি স্পীকার বন্যায় ক্ষতিগ্রস্থ বিভিন্ন এলাকা পরির্দশন করেন। এসময় সাঘাটা উপজেলা পরিষদ মহিলা ভাইস-চেয়ারম্যান নাজনীন আকতার, উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল কুমার ঘোষ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি নাজমুল হুদা দুদুসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বানভাসী মানুষের উদ্দেশ্যে ডেপুটি স্পীকার বলেন, ভয়ের কোন কারণ নেই সরকার আপনাদের পাশে সবসময় আছে। বন্যা পরবর্তী ক্ষয়ক্ষতি এবং পূণর্বাসনের জন্য সরকার সবধরনের প্রস্তুতি নিচ্ছে।