গাইবান্ধা প্রতিনিধি: দুষ্টের দমন, শিষ্টের পালন আর অত্যাচারীদের বিরুদ্ধে দুর্বলের অধিকার প্রতিষ্ঠায় মহাবতার ভগবান শ্রীকৃঞ্চের শুভ জন্মাষ্টমী উপলক্ষ্যে গাইবান্ধার সাঘাটায় বর্ণাঢ্য শোাযাত্রা বের করা হয়। বাংলাদেশ পূজা উদযাপন কমিটি সাঘাটা উপজেলা শাখা সকালে ঘোষ ও পালপাড়া থেকে শোভাযাত্রাটি বের করে সাঘাটা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় হিন্দু ধর্মাবলীর শিশু, নারী, পুরুষেরা অংশ নেয়।