গাইবান্ধা প্রতিনিধিঃ জাতীয় শোক দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৪২তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে গাইবান্ধার সাঘাটা উপজেলা ছাত্রলীগের আয়োজনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বরে অনুষ্ঠিত হয়েছে।
রক্তদান কর্মসূচী উদ্বোধন করেন, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মান্নান মন্ডল।
উপজেলা ছাত্রলীগ সভাপতি আসাদুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জুমারবাড়ী ইউনিয়ন সভাপতি রাসেল মাহমুদ, ছাত্রনেতা মিজান, হিরন, বাহাদুর, সাদন, পিতম প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক নিনাদ রায় অর্জুন। এসময় উপজেলার বিভিন্ন ইউনিটির ছাত্রলীগ নেতাকর্মীরা রক্তদান কর্মসূচিতে অংশ গ্রহন করেন।