
গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার বলেছেন, গণজাগরণ মঞ্চের কর্মীদের উপর ধারাবাহিক হামলায় সরকারের ইন্ধন ও যোগসাজশ রয়েছে।
রবিবার বিকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে গণজাগরণ মঞ্চ আয়োজিত ‘হামলা-মামলায় গণজাগরণের গতিরোধের চেষ্টা: পরিস্থিতি পর্যালোচনা ও আমাদের বক্তব্য’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
ইমরান বলেন, ‘চলমান বন্যায় ত্রাণ তৎপরতা জোরদারের দাবিতে শাহবাগে মানববন্ধন কর্মসূচি শেষে মঞ্চ কর্মীদের উপর যে উচ্ছৃঙ্খল গোষ্ঠী হামলা চালিয়েছিল, তারাই হামলার প্রতিবাদে আমাদের ব্রিফিং শেষে ফেরার পথে আবারও হামলা চালায়।’
তিনি বলেন, পুলিশকে এ সংক্রান্ত যথেষ্ট তথ্য-প্রমাণ দেওয়া সত্ত্বেও সরকার বা প্রশাসনের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেয়া হয়নি। এতে প্রমাণিত হয়, জনদুর্ভোগ থেকে মানুষের দৃষ্টি সরিয়ে নিতে এবং গণজাগরণ মঞ্চের আন্দোলনকে বাধাগ্রস্ত করতেই সরকার এই হামলা-মামলা অব্যাহত রেখেছে।
হুঁশিয়ারি দিয়ে গণজাগরণ মঞ্চের মুখপাত্র বলেন, ‘মঞ্চ কর্মীদের উপর অব্যাহত হামলা-মামলার প্রেক্ষিতে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হলে তার সম্পূর্ণ দায়ভার সরকার ও প্রশাসনকেই নিতে হবে।’
গণজাগরণ মঞ্চ সকল বাধা প্রতিরোধ করেই রাজপথে ছিল এবং ভবিষ্যতেও থাকবে বলে জানান তিনি।
গণজাগরণ মঞ্চ ইতিমধ্যেই ‘বানভাসি মানুষের পাশে তারুণ্য; বাঁচাও মানুষ’ শীর্ষক কর্মসূচি ঘোষণা করে ত্রাণ সংগ্রহ কার্যক্রম পরিচালনা করছে, যা থেকে সংগৃহীত ত্রাণসামগ্রী দুর্গত এলাকায় পৌঁছে দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ অজয় রায়, মানবাধিকারকর্মী খুশী কবির, ডাক্তার নাজিমুদ্দিন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি ইমরান হাবিব, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি জিলানী শুভ প্রমুখ।