গাইবান্ধা প্রতিনিধিঃ সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট গাইবান্ধা আদর্শ ডিগ্রী কলেজ শাখার উদ্যোগে বুধবার সম্মেলন ও একাদশ শ্রেণির নবীণ বরণ অনুষ্ঠিত হয়। সংগঠনের কলেজ শাখার আহবায়ক মাসুদা আক্তারের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র গাইবান্ধা জেলা শাখার সভাপতি অধ্যাপক রোকেয়া খাতুন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জেলা সাধারণ সম্পাদক পরমানন্দ দাস, পলাশ চন্দ্র পাল প্রমুখ।
বক্তারা কলেজের স্থানীয় সংকট নিরসনসহ শিক্ষার জাতীয় সংকট নিরসনে ছাত্র সমাজকে আন্দোলন গড়ে তোলা এবং শিক্ষা সংস্কৃতি মনুষ্যত্ব ও জাতীয় সম্পদ রক্ষার আন্দোলনে এগিয়ে আসার আহবান জানান। সম্মেলনের মধ্য দিয়ে গঠিত কমিটিতে মাসুদা আক্তারকে আহবায়ক, পলাশ চন্দ্র পালকে সদস্য সচিব, সদস্য ফারুক আহমেদ, নাদিম মিয়া, মোনারুল ইসলাম, আশা আক্তার, মাহমুদা আকতার, প্রান্ত কুমারকে পরিচয় করিয়ে দেওয়া হয়।