
প্রধান বিচারপতি এসকে সিনহা বলেছেন, সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় অনেক চিন্তাভাবনা করেই দেয়া হয়েছে। এ নিয়ে কারো ফাঁদে পা দেব না। তবে কউ যদি গঠনমূলকের বাইরে গিয়ে সমালোচনা করে তাহলে বিচার বিভাগ ক্ষতিগ্রস্ত হবে। সরকার বা বিরোধী দল কারো ট্র্যাবে পড়বে না।
বৃহস্পতিবার সকালে ষোড়শ সংশোধনীর রায় নিয়ে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের দেয়া বক্তব্য সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নেতারা আপিল বিভাগের নজরে আনলে প্রধান বিচারপতি এ আহ্বান জানান।
প্রধান বিচারপতি আদালতের দেয়া রায় নিয়ে কোনো রাজনীতি না করতে সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, রায় নিয়ে কোনো রাজনীতি নয়। রায়ের বিষয়ে গঠনমূলক সমালোচনাকে আমরা স্বাগত জানাই। এর বাইরে গিয়ে সমালোচনা করলে বিচার বিভাগ ক্ষতিগ্রস্ত হবে।
কয়েকটি পত্রিকায় প্রকাশিত সংবাদ প্রধান বিচারপতির নজরে আনেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদিন।