
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার দিন জাতীয় শোক দিবসে ছাত্রলীগের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে কুড়িগ্রামের উলিপুর। সংগঠনটির দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। সংঘর্ষ থামাতে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ ও লাঠিপেটা করে।

আহতদের মধ্যে পাঁচজনকে উলিপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার পর দুই পক্ষে চরম উত্তেজনা বিরাজ করছে। সংঘর্ষের আশঙ্কায় শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জানা গেছে, উপজেলা সম্মেলন বাতিল করে জেলা কমিটির পকেট কমিটি গঠন করা নিয়ে ছাত্রলীগের মধ্যে অসন্তোষ চলে আসছিল। মঙ্গলবার সকালে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করা নিয়ে বাকবিতণ্ডা তৈরি হয়। পরে উপজেলা প্রশাসনের শোক শোভযাত্রায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস কে আব্দুল্লাহ্ আল সাইদ জানান, পূর্ব বিরোধের জের ধরে শোক মিছিলে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করা হয়। শান্তি বজায় রাখতে এক প্লাটুন অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে উপয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।সূত্র- আরটিএনএন