
আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মো: নাসিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হটাতে নানা ধরনের দেশি-বিদেশি ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না আগামী জাতীয় সংসদ নির্বাচন শেখ হাসিনার অধিনেই অনুষ্ঠিত হবে।
সোমবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্চে সতীর্থ স্বজন আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে ‘তিনিই বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
নাসিম বলেন, শেখ হাসিনার সবচেয়ে বড় অপরাধ তিনি পঁচাত্তর এবং একাত্তরের ঘাতকদের বিচার করেছেন। এটা বোঝার জন্য আমাদের ডক্টরেট ডিগ্রি অর্জন করতে হবে না।
নাসিম আরো বলেন, ‘শেখ হাসিনাই এখন মূল টার্গেট। শেখ হাসিনাকে হারানোর জন্য গভীর চক্রান্ত চলছে।’