গাইবান্ধা প্রতিনিধিঃ ন্যাশনাল চিলড্রেন’সর টাস্কফোর্স (এনসিটিএফ) গাইবান্ধার আয়োজনে জেলার শিশু অধিকার পরিস্থিতি বিষয়ে দায়িত্ব বাহকদের সাথে বুধবার ‘‘শিশুদের মতবিনিময় সভা’’ জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক গৌতম চন্দ্র পালন।
ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স এর সভাপতি জান্নাতুল মাওয়া সোমার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ, গাইবান্ধা পৌর মেয়র অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, সংগঠনের সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান মুছা, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোছা. রোখছানা বেগম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোশারফ হোসেন প্রধান, গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সাবু প্রমুখ।
বক্তারা জেলার শিশুদের জাতিসংঘ ঘোষিত শিশু অধিকার সনদে উল্লেখিত দাবি সমূহ বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন এবং বর্তমানে জেলাসহ সারাদেশে শিশু অধিকার পরিস্থিতি পর্যালোচনা করা হয় ও বিরাজমান সমস্যা সমুহ সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানানো হয়।