
সাকিব-মিরাজের যৌথ ঘূর্ণিতে একের পর এক সাজঘরে ফিরেছে অজি ব্যাটসম্যানরা। হেইজলেউড সাকিবের পঞ্চম শিকারে পরিণত হয়ে ম্যাচের ১ম ইনিংস গুটিয়ে গেছে অস্ট্রেলিয়ার। এতে ৪৩ রানের লিড পেয়েছে বাংলাদেশ।
এদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম সুযোগই পাঁচ উইকেট নিয়ে মুত্তিয়া মুরালিধরন, ডেল স্টেইন ও রঙ্গনা হেরাথের পাশে বসেছেন সাকিব আল হাসান। নয়টি দেশ খেলুড়ে দেশের বিপক্ষে পাঁচ উইকেট আছে কেবল এই চার জনেরই
সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৭৪.৫ ওভারে ২১৭ (ওয়ার্নার ৮, রেনশ ৪৫, খাওয়াজা ১, লায়ন ০, স্মিথ ৮, হ্যান্ডসকম ৩৩, ওয়েড ৫, অ্যাগার ৪১*, কামিন্স ২৫, হেইজেলউড ৫; শফিউল ০/২১, মিরাজ ৩/৬২, সাকিব ৫/৬৮, তাইজুল ১/৩২, মুস্তাফিজ ০/১৩, নাসির ০/৩)।
এদিকে দিন শেষ না হওয়ায় সেকেন্ড ইনিংসে ব্যাটে নেমেছে বাংলাদেশে। ক্রিজে রয়েছেন তামিম-সৌম্য সরকার।