লালমনিরহাটে জেএমবি’র আইটি কমান্ডার রাকিবুল ইসলাম রাকিব (২৯) কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোর রাতে তাকে জেলার হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা এলাকায় রাতভর অভিযান চালিয়ে গ্রেফতার করেন গোয়েন্দা পুলিশের একটি দল। জেএমবি রাকিব ওই উপজেলার টংভাঙ্গা গ্রামের কোরবান আলীর পুত্র ও নব্য জেএমবি তামিম-সারোয়ার গ্রুপের আইটি কমান্ডারের দায়িত্বে আছেন বলে জানা গেছে।
লালমনিরহাট পুলিশ সুপার এস এম রশিদুল হক বুধবার দুপুরে তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানান, আটক জেএমবি রাকিবুল ইসলাম রাকিব নব্য জেএমবি’র তামিম-সারোয়ার গ্রুপের আইটি বিষয়ক কমান্ডার। সে দিনাজপুরের কান্তজীর মন্দিরে হামলার সাথে জড়িত। তার বিরুদ্ধে নাশকতা মামলা রয়েছে। জেএমবি রাকিব ‘নাঙ্গা তরবারি’, ‘৩১৩ বদরের সৈনিক’, ‘ফিদায়ি হামলা’ নামসহ ১৩ টি ফেসবুক আইডি’র মাধ্যমে মানুষজনকে সরকার বিরোধী কর্মকান্ডে দাওয়াত দিয়ে আসছিল। পরে তাকে তথ্য প্রযুক্তি ব্যবহার করে গ্রেফতার করা হয়েছে। আটক জেএমবি রাকিবকে বুধবার আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।