
রাজশাহীর চারঘাট উপজেলায় পিস্তলসহ পাঞ্জাতন আলী (৩৮) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।শুক্রবার গোপন সূত্রে পাওয়া খবরে দিবাগত রাত ২টার দিকে পাঞ্জাতনের বাড়িতে এ অভিযান চালায় র্যাব।
ঘটস্থালে অভিযান চালিয়ে ৪টি পিস্তল, ৪টি ম্যাগজিন ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। অস্ত্র ব্যবসায়ী পাঞ্জাতনের বাড়ি উপজেলার ইউসুফপুর গ্রামে। তার বাবার নাম আফাজ মন্ডল।
শনিবার সকালে গোপন সংবাদের সূত্রে র্যাব জানায়, পাঞ্জানের বাড়িতে অস্ত্র কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ এর মেজর এএম আশরাফুল ইসলামের নেতৃত্বে একটি অপারেশন দল রাত ২টার দিকে তার বাড়িটি ঘিরে রাখে। এরপর তল্লাশি চালিয়ে বাড়ি থেকে ৪টি পিস্তল, ৪টি ম্যাগজিন ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সময় অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঞ্জাতন আলীকে গ্রেফতার করা হয়। পাশাপাশি জব্দ করা হয় তার ব্যবহৃত একটি মোবাইল সেট ও একটি সিমকার্ড।
র্যাব জানিয়েছে, এ ঘটনায় চারঘাট থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আসামি পাঞ্জাতনকেও ওই থানায় হস্তান্তর করা হয়েছে।