যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যারোলিনার চার্লেস্টোনের এক রেস্তোরাঁয় অস্ত্রধারীর হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে কিং স্ট্রিটের ওই রেস্তোরাঁয় ডিনার করতে গিয়ে পণবন্দি হয়ে পড়েন বেশ কয়েক জন।
অস্ত্রধারীর হামলার খবর পেয়েই চার্লেস্টোন পুলিশ রেস্তোরাঁ চত্বরটি ঘিরে ফেলে। ঘটনাস্থলে চার্লেস্টোন পুলিশের বিশেষ টিম সোয়াত ছাড়াও বম্ব ডিজপোজাল ইউনিট পাঠানো হয়েছে।
লোকজনের সঙ্গে কথা বলে পুলিশের মনে হয়েছে, অস্ত্রধারী ওই রেস্তোরাঁরই এক বিক্ষুব্ধ কর্মী। তার ছোড়া গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। রেস্তোরাঁটিতে ডিনারে আসা লোকজনকেও সে পণবন্দি করে রাখে।
কিং স্ট্রিটের রেস্তোরাঁয় ডিনারে যাওয়া ঘটনার প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি জানিয়েছেন, রেস্তোরাঁর রান্নাঘর থেকে হঠাত্ই বন্দুক হাতে বের হয় ওই ব্যক্তি। একটু খ্যাপাটে ধরনের। সবার উদ্দেশে চিত্কার করে সে বলতে থাকে, ‘চার্লেস্টোনে একজন নতুন বস ছিলেন। তাকে নির্দেশ দিয়েছি এক্ষুনি চলে যেতে।’
মেয়র জন টেকলেনবুর্গ যদিও আশ্বস্ত করেছেন, এদিনের ঘটনার সঙ্গে সন্ত্রাসবাদ বা বর্ণবিদ্বেষের কোনো সম্পর্ক নেই।
ঘটনাস্থল ইমানুয়েল এএমই গির্জা থেকে বেশি দূরে নয়। ২০১৫ সালের জুনে এই গির্জারই সদস্য, ৯ জন কালো মানুষ বর্ণবিদ্বেষের শিকার হয়েছিলেন। সাদা চামড়ার এক ব্যক্তি তাদের খুন করেছিল।