
‘কুইন’ ও ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে অভিনয় করার পর বিয়ের ঘোষণা দিয়ে চমকে দেন লিজা হেইডেন।
এরপর গত ১৭ মে এক ফুটফুটে পুত্রসন্তানের মা হন তিনি। এরপরই মধ্যে নিজের শরীরকে আগে মতো ছিপছিপে ফিগারে এনেছেন লিজা। তার ঝলক দেখা গেলো সাম্প্রতিক ছবিতে।
মা হওয়ার তিন মাসের মধ্যেই ইন্টারনেটে ঝড় তুললেন লিজা। অর্থাৎ মা হওয়ার পর এই প্রথম বিকিনি ছবি শেয়ার করলেন বলিউডের এই মডেল ও অভিনেত্রী। এদিকে মা হওয়ার পর পুরোদমে কাজ শুরু করেছেন কারিনা কাপুর খান।
কিন্তু লিজা হেইডেন যেন সবাইকে পিছনে ফেলে দিলেন। ১৭ মে মা হওয়ার পর আগস্টেই বিকিনি পরা ছবি পোস্ট করলেন, যা দেখে ইতোমধ্যেই জোর সমালোচনা শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
দিন কয়েক আগেই বিশ্ব ব্রেস্ট ফিডিং সপ্তাহে সন্তানকে স্তন্যদানের ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় শোরগোল ফেলে দিয়েছিলেন। প্রশংসার পাশাপাশি নিন্দাও কুড়িয়েছিলেন কিজা। কিন্তু তিনি তার জায়গায় অটল। এর আগে বছরের শুরুর দিকে জানুয়ারিতে বিকিনি পরে নিজের বেবি বাম্পের ছবি দিয়ে সন্তান আসার সংবাদ জানিয়েছিলেন সংবাদমাধ্যমকে।
সূত্র: ইন্ডিয়া.কম