
রোহিঙ্গা ইস্যুতে মানবিক কারণে যতটুকু করণীয় সরকার ততটুকু করছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
বুধবার কুষ্টিয়ার পিটিআইরোডস্থ নিজ বাসভবনে দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। খবর বাসসসের।
‘রোহিঙ্গা সংকট মোকাবিলায় সরকার ব্যর্থ হয়েছে’ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর এমন বক্তব্যের জবাবে মাহবুব উল আলম হানিফ বলেন, রোহিঙ্গা সমস্যা হচ্ছে মায়ানমারের, সেই সমস্যা নিয়ে সরকারের এত মাথা ব্যাথার কি কারণ আছে। আর বিএনপি মায়ানমার ইস্যুকে নিয়ে এমন উদ্ভট-অপ্রাসঙ্গিক বক্তব্য দিচ্ছে। তাদের এ সব বক্তব্যের কোন ভিত্তি নেই। মানবিক কারণে যতটুকু করণীয় সরকার ততটুকু করছে।
এ সময় জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আমজাদ হোসেন রাজু, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, জেলা ছাত্রলীগের সভাপতি ইয়াসির আরাফাত তুষার, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবি প্রমুখ উপস্থিত ছিলেন।